- ৩ কার্যদিবসের মধ্যে রিটার্ন রিকুয়েস্ট করতে হবে।
- পণ্য অবশ্যই অপরিবর্তিত, সীলমোহন সহ এবং অরিজিনাল প্যাকেজিং-এ ফেরত দিতে হবে।
- রিটার্নের জন্য কাস্টমার কেয়ারে যোগাযোগ করে RMA (Return Merchandise Authorization) নম্বর নিন।
- ভুল পণ্য ডেলিভারি (আমাদের ভুলে)
- ড্যামেজড বা ত্রুটিপূর্ণ পণ্য
- পণ্যের বিবরণীতে উল্লিখিত বৈশিষ্ট্যের সাথে অসামঞ্জস্য
- সীলমোহন ভাঙ্গা সাপ্লিমেন্ট/পণ্য
- পার্সোনালাইজড আইটেম (নাম/লোগো সংবলিত)
- ব্যবহার করা বা ড্যামেজড পণ্য
- ভুল অর্ডার (গ্রাহকের নিজস্ব ভুলে)
- অনুমোদিত রিটার্ন পেলে ৫-১০ কার্যদিবসে রিফান্ড প্রসেস হবে।
- রিফান্ড মূল পেমেন্ট মেথডে (কার্ড/মোবাইল ব্যাংকিং) বা ওয়ালেট ক্রেডিট হিসেবে দেওয়া হবে।
- ক্যাশ অন ডেলিভারি অর্ডারের ক্ষেত্রে বিকাশ/নগদে রিফান্ড।
- আমাদের ভুলে ডেলিভারি হলে: আমরা শিপিং খরচ বহন করব।
- গ্রাহকের অনুরোধে রিটার্ন হলে: শিপিং খরচ গ্রাহক বহন করবেন।
- সাপ্লিমেন্ট ব্যবহারের আগে লেবেল ও নির্দেশিকা ভালোভাবে পড়ুন।
- পণ্য পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে ড্যামেজ/ত্রুটি রিপোর্ট করুন।
রিটার্ন রিকুয়েস্ট বা জিজ্ঞাসার জন্য:
ইমেইল: support@gymswat.com
- Return requests must be made within 3 business days of delivery.
- Products must be unused, unopened, and in original packaging with seals intact.
- Contact Customer Care to obtain an RMA (Return Merchandise Authorization) number before returning.
- Wrong item delivered (our mistake)
- Damaged or defective products
- Product not matching the description on our website
- Opened supplements/products
- Personalized/customized items (with name/logo)
- Used or damaged products
- Incorrect orders (customer's mistake)
- Approved returns will be processed within 5-10 business days.
- Refunds will be issued to the original payment method (card/mobile banking) or as wallet credit.
- For Cash on Delivery (COD) orders: Refund via bKash/Nagad.
- Our mistake: We cover return shipping.
- Customer's request: Customer bears return shipping costs.
- Read labels and instructions carefully before using supplements.
- Report damages/defects within 48 hours of delivery.
For return requests or inquiries:
Email: support@gymswat.com